টেস্টে বাংলাদেশের সাফল্যের সংখ্যা হাতে গোনা। ব্যর্থতা অনেক বেশি। ব্যর্থতার ভরাডুবিতে আড়ালে পড়ে থাকে সাফল্যের মন্ত্র। দলের অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান সাফল্যের দিনগুলোকে স্মরণ রেখে সামনে আগাতে বললেন।
‘আমাদের সবারই সমস্যা আছে। সবাই ক্ষেত্র বিশেষে সফল হয়েছে, আবার বিফল হয়েছে। গুরুত্বপূর্ণ হল এই সময়গুলোয় আমরা কীভাবে কোন ফর্মুলায় সফল হয়েছি তা মনে রাখা।’
‘কারণ আমরা এইরকম অবস্থায় খুব কম পড়ি। তাই ওগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই সময়গুলোর কাজ আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ।’
গত বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। তার আগেও কিছুটা সাফল্য এসেছে টেস্টে। যে কৌশলে এসেছে প্রাপ্তি, সেটি মনে রাখলেই আরও ভালো কিছু করা সম্ভব- মনে করেন সাকিব।








