প্রকাশ পেয়েছে আসন্ন কোরবানির ঈদের সিনেমা ‘তাণ্ডব’-এর নতুন গান ‘লিচুর বাগানে’। সোমবার রাত ৮টায় গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়!
১৮ ঘণ্টায় ৩৫ লাখের বেশি ভিউস হয়েছে এ গানে। ‘লিচুর বাগানে’ গানটিকে কেউ কেউ আইটেম গান বললেও নির্মাতা রায়হান রাফী বলছেন, এটা দেশী গান।
প্রকাশিত গানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার স্ক্রিনে এসেছেন সাবিলা নূর! নেটিজেনরা বলছেন, বরাবরের মতো শাকিব খানকে দুর্দান্ত লেগেছে। তবে সবচেয়ে বেশি চমক দিয়েছে সাবিলার উপস্থিতি। তাকে এমন আবেদনময়ী লাগবে আন্দাজ করতে পারেনি দর্শক। বিভিন্ন মন্তব্যে দর্শকরা বলছেন, এ গানে সাবিলা বাজিমাৎ করেছেন।
রাকিব খান নামে একজন ইউটিউব থেকে গানটি দেখে লিখেছেন, এ কী দেখলাম! এটা সত্যি বাংলাদেশি গান বিশ্বাস হচ্ছে না! গান ও ভিডিওতে ফোক, ফিউশন, মডার্নিটি, ওয়স্টার্নের সঙ্গে রোম্যান্টিক ফ্লেবার একেবারে খাপেখাপ।
তানজিনা মোর্শেদ নামে একজন লিখেছেন, শাকিব খানের হেটার্স থেকে ভক্ত হয়েছি প্রিয়তমা, তুফান, বরবাদ দেখে। তাণ্ডবেও তিনি নতুন ক্যারিশমা দেখাবেন বোঝা যাচ্ছে। সবচেয়ে চমকে গেছি সাবিলাকে দেখে, সে ফাটিয়ে দিয়েছে।
সুমন হোসেন নামে আরেকজন লিখেছেন, এ গানের ভিজ্যুয়াল, মেলোডি, পারফরম্যান্স সব কিছুতেই আন্তর্জাতিক মানের ছাপ পেলাম। লোকজ ফোক আর ওয়েস্টার্ন ফ্লেভারের এমন মিশ্রণ বাংলা গানে আগে খুব একটা দেখা যায়নি। হ্যাটস অব শাকিব খান এন্ড এন্টায়্যার তাণ্ডব টিম।
এদিকে ‘লিচুর বাগানে’ গান প্রকাশের পর থেকে টিকটক ও রিলসে শাকিব-সাবিলার ড্যান্স স্টেপের মতো ভিডিও বানাচ্ছে অনুসারীরা। ধারণা করা যাচ্ছে, শাকিবের লাগে উরাধুরা, চাঁদ মামা’র মতো ‘লিচুর বাগানে’ ব্যাপক জনপ্রিয়তা পাবে। সেইসঙ্গে পিকনিক, বিয়েবাড়ি বা যে কোনো সেলিব্রেশনে এই গানের সঙ্গে মেতে উঠবে দর্শক!
‘লিচুর বাগানে’ গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও জেফার। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানের কথা লিখেছেন, সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন।









