মুমিনুল হক সরে দাঁড়ানোয় টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসানকে ফেরাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
বৃহস্পতিবার বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা শেষে ৩৫ বর্ষী সাকিবকে নেতৃত্বে ফেরানোর ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২০১৯ সালে ফিক্সিং বিতর্কে জড়িয়ে একবছর নিষিদ্ধ হয়েছিলেন তখনকার টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। পরে তার জায়গায় টেস্টে মুমিনুলকে আর টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হয়। টেস্টে এতদিন সহ-অধিনায়ক ছিলেন না কেউ।
তিন বছর পর আবারও টেস্টের নেতৃত্ব ফিরে পেলেন সাকিব। আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তারকা অলরাউন্ডার, যাতে জয় ৩টি ও হার ১১ ম্যাচে।







