ঢাকাই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘রাজকুমার’র শুটিং করতে তিনদিন আগে ঢাকায় এসেছেন তিনি। মঙ্গলবার সকাল থেকে শাকিবের সঙ্গে কোর্টনি কফি শুটিং করছেন।
ছবিটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ঢাকায় শুটিং করছেন। এরপর গাজীপুর এবং মানিকগঞ্জে ছোট দুটি লটের শুটিং করে যাবেন পাবনাতে। ডিসেম্বর জুড়ে দেশের অংশে কাজ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে যাবেন আমেরিকায়।
আগামীর বছর রোজার ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’। হিমেল বলেন, এর গল্প এবং চিত্রনাট্য আমার। আমি জানি এর মধ্যে কী কী এলিমেন্টস আছে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ‘সো ফার বেটার’ ছবি হবে এবং আমি বিশ্বাস করি, প্রশংসা ও ব্যবসায়িক সাফল্যে প্রিয়তমাকে ছাড়াতে পারবো।
গেল বছর জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকে ‘রাজকুমার’র ঘোষণা দেন শাকিব খান। পরিচালক জানান, গল্পের চাহিদা অনুযায়ী মার্কিন অভিনেত্রী নেয়া হয়েছে, যে একটু একটু বাংলা বলতে পারবে। ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউ ইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে।
‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন আগ্রহ দেখান। তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০জনকে রাখা হয়। সেই ১০জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়।
পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।
জানা যায়, কোর্টনির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।
‘রাজকুমার’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার।








