পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশে আসার ইচ্ছা জানিয়ে রাখা সাকিব আল হাসানের আপাতত দেশে আসা হচ্ছে না। মিরপুরে খেলার উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দুবাই পর্যন্ত আসলেও দেশমুখী উড়োজাহাজে চড়া হয়নি মহাতারকা অলরাউন্ডারের। সাকিবকে রেখেই সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছিল বিসিবি। শুক্রবার তার বদলি হিসেবে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছেন নির্বাচকরা।
জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ২৩ বর্ষী হাসান মুরাদ বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে মহা-সাফল্য পাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। বাঁহাতি স্পিনে রেখেছিলেন ভূমিকা।
বিসিবির নির্বাচক কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘আমরা জেনেছি যে সাকিবকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তিনি টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে। কিন্তু তার অভিজ্ঞতার সাথে সাথে, আমাদের কাছে এখনও ব্যাট এবং বল উভয়েই সেই সামর্থ্যবান কেউ নেই তার জায়গা নেয়ার জন্য।’
‘হাসান মুরাদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ক্রমাগত পারফর্ম করে চলেছে এবং আমাদের পর্যবেক্ষণে ছিল। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। আমরা বিশ্বাস করি তার এই পর্যায়ে বোলিং করার ক্ষমতা আছে।’
হাসান মুরাদের ২০২১ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক, ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন।









