হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে অবসরের কথা জানিয়েছেন। বাংলাদেশ জার্সিতে দীর্ঘ ১৭ বছর প্রতিনিধিত্ব করা টাইগার তারকা ব্যাটারের বিদায়ী ম্যাচে বাড়তি আয়োজন স্বাভাবিক। তবে ফিল্ডিং কোচ নিক পোথাস বিষয়টি নিয়ে খোলাসা করেননি কিছুই, অনেকটা এড়িয়ে গেছেন।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টির আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন নিক পোথাস। প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ’র বিদায়ী ম্যাচে বাড়তি আয়োজন প্রসঙ্গে। সাউথ আফ্রিকান কোচ বলেছেন, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’
কানপুর টেস্টের আগে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপেই শেষ টি-টুয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়ে দেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন তারকা অলরাউন্ডার। পোথাসের মতে, সিনিয়রদের অবসরে যাওয়াতে নতুনদের সুযোগ মিলবে।
‘আমি জানি না। আপনি তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন। তবে যত লম্বা সময় ধরে তারা খেলে গেছেন, আমার মনে হয় তারা তরুণ ক্রিকেটারদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই অভিজ্ঞতাটা তরুণদের দিয়ে যেতে পারাটা দারুণ ব্যাপার। তাদের মতো সামর্থ্যের ক্রিকেটার পাওয়াটা বেশ ভালো ছিল বাংলাদেশের জন্য। তাদের জন্য আমরা শুভ কামনা জানাই।’
শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।









