দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের স্বস্তি দেয়নি ভারত। সেখানেও ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। এসেই কোহলি-জাদেজাদের টপাটপ আউট করেছেন বাঁহাতি স্পিনার। সাকিব ৪ উইকেট নিয়েছেন, মিরাজও নিয়েছেন ৪ উইকেট। দুজনের জুটিতে ৮ উইকেটের পর ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত।
সাকিবের বলে আউট হয়েছেন শুভমন গিল, রিশভ পান্ট, বিরাট কোহলি এবং রবীচন্দ্রন অশ্বিন। সাকিব ১১ ওভার বল করে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন।
তার সাথে ধারাবাহিকতা ধরে রেখেছেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন ৪ উইকেট। ভারত সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে রান তুলেছে ২৮৫, ৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে।
কানপুরে ভারতের প্রথম ইনিংসের ১৮তম ওভারে সাকিব ফিরিয়ে দেন শুভমন গিলকে। লংঅফে হাসানের ক্যাচ বানান। গিল করে যান ৩৯ রান, ৪ বাউন্ডারি ও এক ছক্কায়। কিছুপর রিশভ পান্টকে ফিরিয়ে দেন সাকিব। এবারও লংঅফে ক্যাচ নেন হাসান। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ৯ রানে ফিরে যান। এরপর ৪৭ রানে থাকা বিরাট কোহলি ও অশ্বিনকে বোল্ড করেন।
প্রথম ইনিংসে চতুর্থ দিনে এসে এক সেশনের একটু বেশি খেলে অলআউট হয়েছে বাংলাদেশ। মুমিনুল হকের সেঞ্চুরির পর অন্যদের আসা-যাওয়ার মাঝে রানের খাতা খুব বেশিদূর এগোয়নি টিম টাইগার্সের, অলআউট হয়েছে ২৩৩ রানে।
প্রথমদিনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটির ফিফটি করা মুমিনুল এদিন সেঞ্চুরি তুলে নেন। তিনি ক্রিজে ছিলেন ২৯৮ মিনিট, খেলেছেন ১৯৪ বল। ১৭টি বাউন্ডারি এবং একটি ছয়ের মারে অপরাজিত থাকেন ১০৭ রানে।








