নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচেও মাঠে নামা হয়নি টাইগার অধিনায়কের। মঙ্গলবার সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে সাকিব থাকা না থাকা নিয়ে আলাদা করে ভাবছে না প্রোটিয়ারা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার ইনজুরিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মার্করাম। সাকিব খেললে তাকে নিয়ে পরিকল্পনা কেমন হবে প্রশ্নে মার্করাম বলেছেন, ‘সে খেলুক বা না খেলুক, আমি মনে করি আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন এবং সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়কেই মাথায় রাখতে হবে আসলে।
‘অবশ্যই আপনাকে বুঝতে হবে সে দারুণ একজন খেলোয়াড়। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সে বাংলাদেশের অনেক বড় মাপের একজন খেলোয়াড়। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই সে যদি খেলে বা না খেলে সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা তৈরি আছে এবং আমরা আগামীকাল সেটাই বাস্তবায়ন করব। কিন্তু সে যদি খেলে বা না খেলে সেটা আমাদের খুব বেশি মাথাব্যথা নেই।’
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। চোট কাটিয়ে দলে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের।








