আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত সুপারস্টার শাকিব খানের ছবি ‘বরবাদ’। টিজার প্রকাশ করে ইতোমধ্যে তাক লাগিয়ে দিয়েছে ‘বরবাদ’ টিম, উঠে এসেছে আলোচনার তুঙ্গে!
মুক্তির আগেই ‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘বরবাদ’ পরবর্তী আরও এক ছবিতে শাকিবকে নিয়ে করতে যাচ্ছেন। সেখানে বাংলাদেশের প্রডাকশনের সঙ্গে যুক্ত থাকবে হলিউড!
প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, নেক্সট প্রজেক্ট শাকিব ভাইয়ের সঙ্গে হবে আমরা আলোচনা করে ফেলেছি। এবার সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে। তাদের সঙ্গে আমরা কো-প্রডাকশনে কাজ করবো এবং সেখানকার স্টারও থাকবে। আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো। তবে আমরা ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি। আগামীতে আরও বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো।
‘বরবাদ’ টিজার প্রকাশের পর চারদিকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শকদের এই প্রত্যাশা কীভাবে দেখছেন জানতে চাইলে প্রযোজক বলেন, মোশন পোস্টার প্রকাশের সময়ই বলেছিলাম বরবাদ দিয়ে আমরা দর্শকদের এমন কিছু দেব যা দেশের ছবিতে আগে এদেশের দর্শক দেখেনি। টিজারে দর্শক কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমরা কেমন ছবি নিয়ে আসছি। এখনও সামনে অনেককিছু আসবে। আমরা চেষ্টা করেছি, দর্শক যেটা প্রত্যাশা করে আছে আমরা এর চেয়ে বেশি কিছু দিতে। বাকিটা সিনেমা হলে গিয়ে বরবাদ দেখে দর্শকরা বলবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবি দিয়ে প্রথম প্রযোজনায় এলেন শাহরিন আক্তার সুমি। তার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাইলে বলেন, বছরে আমরা তিন-চারটি সিনেমা বানাবো। দুটো বড় আয়োজনের ছবি থাকবে বাকি যা হবে তুলনামূলক কম আয়োজনে করবো। আমরা চাইবো, ছোট বড় সব ছবি আমরা বানাবো এবং সবাইকে আমাদের সঙ্গে কাজ করবেন।
‘বরবাদ’ পরবর্তী ছবি যেহেতু শাকিব খানের সঙ্গে হবে, এজন্য সেটি আরও বড় আয়োজনে হলিউডের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে হবে।









