চলতি বছরের কোরবানি ঈদে সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণ করে সাড়া ফেলেন রায়হান রাফী। ছবির শেষে ইঙ্গিত দেয়া হয় ‘তুফান ২’ এর!
বুধবার নির্মাতা রাফী তার আরেক ছবির ঘোষণার পর ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন, ২০২৫ সালে রোজার ঈদে তার ‘লায়ন’ ছবি আসবে এবং কোরবানির ঈদে দেখা হবে ‘তুফান’ এর সঙ্গে!
এই ঘোষণার পর ‘লায়ন’-এর চেয়ে নেটিজনরা আগ্রহ বেশি দেখাচ্ছেন তুফানে। তারা মনে করছেন, তাহলে ২০২৫-এর কোরবানির দিলে ‘তুফান ২’ পেতে যাচ্ছেন। কিন্তু ‘তুফান’-এর নাম ভূমিকায় অভিনয় করা শাকিব খান বললেন ভিন্নকথা।
তিনি বলেন, আগামী বছর অর্থাৎ ‘তুফান ২’ আসবে না, কোনো সম্ভাবনা নেই। ‘তুফান ২’ আসতে আরেকটু সময় লাগবে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়ে আছে।
‘তুফান’ প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি, এসভিএফ। শাকিব খান জানান, এই তিন প্রডাকশনের নতুন আরেক ছবির ব্যাপারে তার আলাপ চলছে।
সেই ছবিটি হয়তো আগামীতে আগে শুরু হতে পারে। যেহেতু এখনো অফিসিয়ালি কনফার্ম হয়নি, তাই আগেই কিছু জানালেন না শাকিব খান।
মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ ছবির শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান। চলতি মাসে মাঝামাঝিতে এ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।









