চিত্রতারকা শাকিব খান অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছিল ঈদুল আযহায়। মুক্তির দুই সপ্তাহ হতে চলছে ছবিটির। এর মধ্যে পাইরেসির কবলে পড়ে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, তবুও থেমে নেই এর জয়রথ!
ঈদের অন্যান্য ছয় ছবির মধ্যে এখনও ‘তাণ্ডব’ সর্বোচ্চ শো নিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে; হলে হলে দর্শকদের ঢল অব্যহত রয়েছে। মঙ্গলবার ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।
এদিকে, সোমবার সন্ধ্যার পর স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, ‘তাণ্ডব’ দেখে উচ্ছ্বাস নিয়ে হল থেকে বের হচ্ছেন দর্শক।
পাইরেসির পরেও হলে এসে ছবি উপভোগ করা একাধিক দর্শক চ্যানেল আই অনলাইনকে জানান, সিনেমা দেখার উপযুক্ত স্থান হচ্ছে সিনেমা হল। বাংলাদেশেও যে বিশ্বমানের সিনেমা নির্মিত হচ্ছে সেগুলো প্রত্যক্ষ করতে হলে আসছেন।কেউ আবার বলছেন, তাণ্ডব যে লেভেলে সিনেমা এর জন্য সিনেমা হলই পারফেক্ট! পাইরেসি করা মুভিতে মজা নেই!
কথা হয় আরেক নারী দর্শকদের সঙ্গে। তিনি বলেন, ফেসবুকে জানলাম ‘তাণ্ডব’ পাইরেসি হয়েছে। সিনেমা হলে তো মনে হয়নি পাইরেসি হয়েছে। কারণ, হলের মধ্যে কোনো সিট ফাঁকা ছিল না। শাকিব খানের এমন ক্রেজ অবিশ্বাস্য ব্যাপার!
২৮ থেকে বেড়ে বর্তমানে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দৈনিক ৫০ শো তাণ্ডবের। এর জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও পর্যন্ত ভালো চলছে। অফিস-আদালত খোলার পরেও ‘তাণ্ডব’ ভালো যাচ্ছে, সঙ্গে ‘উৎসব’ ছবিটাও ভালো চলছে। পাইরেসির পরে কয়েকদিনে দেখলাম সিনেপ্লেক্সে তেমন প্রভাব পড়েনি।
তিনি বলেন, শুরুতে দেখা যেত অগ্রিম টিকিটে দুদিন আগেই সব সোল্ড আউট হতে যেত, সেটা কিছুটা কমেছে। আমাদের তথ্য বলে, সিনেপ্লেক্সের নিয়মিত দর্শকরা পাইরেসি করা মুভি দেখে না। তারা সিনেপ্লেক্সে এসেই ছবি দেখেন।
ঈদের ছয় ছবির পাঁচটি চলছে ব্লকবাস্টার সিনেমাসে। এরমধ্যে দৈনিক ১৩টি শো চলছে তাণ্ডবের। সেখানকার সহকারী মার্কেটিং ম্যানেজার মাহবুবর রহমান বলেন, প্রথমদিন থেকে ‘তাণ্ডব’ সবচেয়ে বেশি দর্শক দেখছেন। সব শো হাউজফুল যাচ্ছিল। রবিবার থেকে ঈদের ছুটি শেষ হওয়ায় দর্শক কিছুটা কমেছে, এটা স্বাভাবিক! ওয়ার্কিং ডে হিসেবে দিনের শো-তে ৭০ পারসেন্ট দর্শক থাকছে, সন্ধ্যার পর হাউজফুল! দ্বিতীয় অবস্থানে রয়েছে উৎসব এবং তৃতীয় পজিশনে ইনসাফ।
‘তাণ্ডব’ প্রযোজনা করে আলফা আই, এর প্রযোজক শাহরিয়ার শাকিলের দাবী, ‘তাণ্ডব’ প্রথম সপ্তাহে যে কালেকশন করেছে তা সমসাময়িক অন্য কোনো সিনেমা করতে পারেনি। সব শ্রেণির দর্শকরা ‘তাণ্ডব’ দেখে উপভোগ করছেন।
এমনকি পাইরেসির কবলে পড়লেও তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে শাহরিয়ার শাকিল বলেন, পাইরেসির বিরুদ্ধে আমরা তৎপর সবসময় রয়েছি। এটা তেমন কোনো প্রভাব ফেলেনি। এ কারণে সিনেপ্লেক্স বা অন্যান্য মাল্টিপ্লেক্সে এখনও তাণ্ডবের সর্বোচ্চ শো অব্যাহত রয়েছে। এমনকি ওয়ার্কিং ডে-গুলোতেও হাউজফুলের ধারাবাহিকতা চলমান রয়েছে। আমি মনে করি, দর্শকরা এখন সচেতন। তারা সিনেমা দেখার জন্য সিনেমা হলটাই কমফোর্টেবল মনে করেন।
একটি টিভি চ্যানেলে হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তাণ্ডব’। যেখানে উঠে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে ভরপুর টুইস্টে ভরা গল্প। শাকিব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, সিয়াম আহমেদ। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ‘তাণ্ডব’ চলছে।









