‘দরদ’র শুটিংয়ে মুম্বাই গেছেন সুপারস্টার শাকিব খান। অন্যদিকে, ‘মুজিব- একটি জাতির রূপকার’ ছবি ভারতে মুক্তি উপলক্ষে সেখানে যাচ্ছিলেন আরিফিন শুভ। ফ্লাইটের আগে মঙ্গলবার সকালে এই দুই নায়কের হঠাৎ দেখা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানে চড়ার আগে লাউঞ্জে বসে গল্পে মাতেন শাকিব-শুভ। তখনকার কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি পরস্পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলে ভাইরাল হয়ে যায়, নেটিজনরাও মুগ্ধ হয়। অনুসারীরা বলছেন, নিজেদের মধ্যে এমন ভ্রাতৃত্ব বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।
শাকিবের সঙ্গে সেলফি তুলে আরিফিন শুভ প্রথমে তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘রাজা বাদশাদের ব্যাপার স্যাপার’। একই ছবি শাকিব তার ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ”দরদ’ ছবির শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া। ঢাকা বিমানবন্দরে হঠাৎ আরিফিন শুভর সঙ্গে দেখা। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার সিনেমার সেখানে মুক্তি। লাউঞ্জে গল্পে উঠে এলো সিনেমাটি নিয়ে তার সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভ কামনা।”
শুভকে নিয়ে শাকিবের পোস্টটি তার পেইজ থেকে দুই ঘণ্টায় লক্ষাধিক লাইক পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৮ হাজার মন্তব্য চোখে পড়ে।
সেখানে শত শত অনুসারী, অনুজ আরিফিন শুভ এবং তার ভালো কাজে উৎসাহিত করার জন্য শাকিব খানকে গ্রেট সুপারস্টার বলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ মন্তব্যে লিখছেন, দুজনকে একসঙ্গে একই সিনেমায় দেখতে চান। সবমিলিয়ে দুজনকে একফ্রেমে দেখে লুফে নিয়েছে অনুসারীরা।
অনুজ শুভকে নিয়ে শাকিবের এমন ফেসবুক পোস্ট ভীষণ ইতিবাচকভাবেই দেখছেন ভক্তরা। তবে এবারই প্রথম নয়, গেল সপ্তাহেও শাকিব খান তার ফ্যান পেজে আরিফিন শুভ অভিনীত ‘মুজিব’ ছবির পোস্টার শেয়ার দিয়ে লিখেছিন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলছে আপনার কাছের সিনেমাহলে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।”
গেল ঈদে ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর ‘দরদ’ ছবি করতে যাচ্ছেন শাকিব খান। তার বিপরীতে থাকছেন বলিউডের সোনাল চৌহান। আগামী ২৭ অক্টোবর ভারতের বারানসি শহরে শুরু হবে শুটিং। পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় আগামী ফ্রেব্রুয়ারিতে একযোগে ৩২টি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।
আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। শ্যাম বেনেগালের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার সহশিল্পীরা হলেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা দীঘি, সাবিলা নূর, তৌকীর আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।









