কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’র শুটিং। টানা ১০দিন ঢাকায় শুটিং শেষে আলোচনার তুঙ্গে থাকা এ ছবির শুটিংয়ে সিলেট গেল শাকিবসহ ছবির কলাকুশলীরা। রবিবার পরিচালক হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা’ টিম নিয়ে সিলেট পৌঁছেছেন।
রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’ হিমেল আশরাফের দ্বিতীয় ছবি। এর আগে তিনি তার প্রথম ছবিতে যশোরের গদখালী অঞ্চলের ফুলের চাষ করা অঞ্চলের নয়নাভিরাম লোকেশন তুলে এনেছিলেন। এবার ‘প্রিয়তমা’য় তিনি সিলেট, কক্সবাজার, বান্দরবানের বেস্ট কিছু লোকেশন দেখাতে চান।
চ্যানেল আই অনলাইনকে হিমেল আশরাফ বলেন, সিলেট ও এর আশপাশের অঞ্চলে দুদিন ‘প্রিয়তমা’র শুটিং করা হবে। সেখান থেকে ছবির টিম যাবে কক্সবাজার ও বান্দরবানে। চেষ্টা থাকবে সিলেট, কক্সবাজার ও বান্দরবানের বেস্ট লোকেশনগুলো তুলে এনে এ মাসের বাকি দিনগুলো শুটিং করা।

‘ভালো সিনেমার জন্য লোকেশন অবশ্যই একটা ফ্যাক্ট। গল্প ডিম্যান্ড অনুযায়ী শুরু থেকে আমরা এই বিষয়টি মাথায় রেখে কাজ করছি। শাকিব ভাই নিজেও ভীষণ সিরিয়াস হয়ে শুটিং করছেন। তাকে যেভাবে চাচ্ছি তিনি ধৈর্য্য নিয়ে সেভাবে সহযোগীতা করছেন। দর্শক এটি স্ক্রিনে দেখলে বুঝবে।’
শুটিংয়ে শাকিব খান ও নায়িকা ইধিকা পালসহ অন্যরা অংশ নিচ্ছেন। হিমেলের কথা, নির্দিষ্ট লোকেশন আগে জানাতে চাই না। কারণ শাকিব ভাই আছেন জানলে শুটিং দেখতে উৎসুক জনতার ঢল নামে। এতে কাজে ব্যাঘাত ঘটে। সেখান থেকে ঢাকার ফিরে অল্পকিছু শুটিং করলে পুরো কাজ শেষ।
চলতি মাসে ছবির শুটিংয়ে নেমে প্রথমদিনেই শাকিব খানের একটি লুক প্রকাশ হয়! সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, ময়লা পোশাক আর অগোছালো চেহারায় লম্বা চুল, ঠোঁটে জ্বলন্ত সিগারেট; শাকিবের নতুন এই লুকটি দেখে লুফে নেয় তার ভক্তরা। শাকিব ফ্যান ক্লাব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ইউটিউবে এই লুক নিয়ে রীতিমত ঝড় উঠে যায়।

ঢাকাই সিনেমার ‘কিং খান’র সেই লুকটি প্রত্যেকেই প্রশংসা করেছেন। এমনকি সমালোচকরাও প্রশংসা করে বলছেন, রোজার ঈদে ‘লিডার’ ছবির মতো ‘প্রিয়তমা’ দিয়ে কোরবানির ঈদে বাজিমাৎ করতে পারেন শাকিব খান!
‘প্রিয়তমা’ প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া, যার কর্ণধার আরশাদ আদনান। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, প্রাণ রায়, এলিনা শাম্মী, ডন, সীমান্ত প্রমুখ।










