২৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর জনপ্রিয় ঈদ ম্যাগাজিন আনন্দমেলা-তে আসছেন মেগাস্টার শাকিব খান। ঈদের পরদিন মাসুমা নাবিলার উপস্থাপনায় ‘ঈদ আড্ডায় শাকিব খান’ নামে আরো একটি অনুষ্ঠানের অতিথি হয়েছেন জনপ্রিয় এই চিত্রতারকা।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিটিভি জানায়, ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্মেন্সের পাশাপাশি শাকিব খানের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন তিশা।
অন্যদিকে, নাবিলার সঙ্গে ঈদ আড্ডা অনুষ্ঠানে শাকিব খান তার ঈদ উদযাপন, আসন্ন ঈদের তাণ্ডব সিনেমা এবং ক্যারিয়ারের সাফল্যের অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
‘আনন্দমেলা’র এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।
বৈচিত্রময় এ আয়োজনে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র নিয়ে তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা।
সিনেমার গান ও ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। ‘ওহে শ্যাম, প্রেমের বাক্স, ও দয়াল’ গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং ‘মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি’ গানের সঙ্গে নেচেছেন দীঘি।
‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে আরো একটি বড় চমক। কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা।
এছাড়া ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা ও আর্ন্তজাতিক পদকপ্রাপ্ত আর্চার বন্যা আক্তার। রয়েছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব।
এছাড়াও ‘গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফল’ ও ‘টেলিফোন পর্ব’ নিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, সুভাশিষ ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু ও শৈলী। এছাড়াও দর্শকদের জন্য থাকছে বিশেষ পর্ব।
সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় ঈদের এই বিশেষ ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়।
অন্যদিকে, মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘ঈদ আড্ডায় শাকিব খান’ প্রচারিত হবে ঈদের পরদিন রাতে।









