মুক্তির পর ব্যবসায়িকভাবে অভাবনীয় সাফল্য পেয়েছে ‘প্রিয়তমা’। ছবি গানও অনন্য রেকর্ড গড়লো। ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি মাত্র তিন মাসে দুটি অফিশিয়াল ইউটিউব থেকে ১০০ মিলিয়নের ক্লাবে (১০ কোটি) পৌঁছেছে!
জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা ছবির কোনো গান এতো কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি! হিমেল আশরাফ পরিচালিত ‘ও প্রিয়তমা’ গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ, যা টানা দেড়মাস ছিল।
গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পী কোনাল বলছেন, সহজ কথা ও সুরে শ্রুতি মধুর গান সবসময় বাঙালিরা পছন্দ করেন, তারই প্রমাণ এ গান। সেইসঙ্গে শাকিব খান আছেন বলেই এতো কম সময়ে এই অভাবনীয় সাফল্য ধরা দিয়েছে। গান ও সিনেমা দুটোই দেশ ও বিদেশের দর্শকদের মনে ঠাঁই পেয়েছে।
‘ও প্রিয়তমা’ লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম, যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোম্যান্টিক ধাঁচের এ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার ইধিকা পাল।
গীতিকার আসিফ ইকবাল মনে করেন, ‘ও প্রিয়তমা’ এত দূর পৌঁছানোর জন্য শাকিব খানের রয়েছে বিরাট অবদান। বালাম-কোনালের অবদান আছে। পরিচালক হিমেল আশরাফ, সিনেমাটোগ্রাফারের অবদান আছে। তিনি বলেন, প্রতিটি জায়গা যদি ঠিক ঠিক কাজ না করে, তাহলে সে গান এত বেশি মানুষের কাছে পৌঁছায় না। ‘ও প্রিয়তমা’র ক্ষেত্রে জানা ছিল যে গানটা ভালো জায়গায় যাবে। কিন্তু এতটা ব্লাস্ট হবে, সেটা কখনো ভাবিনি।
কোনাল বলেন, গানের পাশাপাশি সিনেমাটাকেও দর্শক এতো আপন করে নিয়েছে যে দুটো ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে গানটির জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষের শুভেচ্ছাবার্তা পেয়েছি। আরেকটি বিষয় অবাক হয়েছি, টিকটক কিংবা রিলসে কোটির উপর ভিডিও হয়েছে।
তিনি বলেন, সাধারণ দর্শকদের পাশপাশি দেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরাও জানিয়েছে তারা প্রতিদিনই গানটি শোনেন। যেখানে শো করতে যাই দর্শক এ গান শোনার জন্য বিশেষ আবদার করেন। এই ভালোবাসা প্রকাশের অনুভূতি ভাষায় প্রকাশ পারবো না। তবে আমি গর্বিত যে এমন মাইল ফলক সাফল্যের এই কাজের অংশ হতে পেরে। গানটির সঙ্গে জড়িত গীতিকার, কম্পোজার, কো-আর্টিস্ট, শাকিব ভাই প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই।







