বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতসহ নানাবিদ অশান্তি বিরাজমান পৃথিবীজুড়ে। নতুন বছর এসবের অবসান চাইলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
নতুন বছরে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়ে দেশের সিনেমার সবচেয়ে আলোচিত এ তারকা তার ফেসবুক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন।
নতুন বছরের প্রথমদিন বিকেলে সাদা কালো শীত পোশাকের একটি ছবি দিয়ে শাকিব খান লিখেছেন, বিশ্বজুড়ে ২০২৪ হোক শান্তির বছর। আপনাদের সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা থাকলো। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।
শাকিবের দেওয়া এই পোস্টে তার দেশ বিদেশের অনুসারীরা তাকেও কমেন্ট বক্সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে হাজার হাজার মন্তব্য পাঠিয়েছেন।
গেল বছরের শেষ সপ্তাহে ভারতের আসামে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব। তাকে এক নজর দেখতে হাজারও মানুষ টিকেট কেটে উপস্থিত হয়। অনুষ্ঠানে শাকিব ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে দর্শকদের মাত করেন। নিজ কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি শাকিব তার সিনেমার একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করেন।
শাকিবের নতুন বছরে তিনটি ছবি আসার কথা আছে। বর্তমানে তিনি ‘রাজকুমার’র শুটিং করছেন। আগামী রোযার ঈদে ছবিটি মুক্তির কথা আছে।
এই চিত্রতারকা অভিনীত সর্বভারতীয় ছবি ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক ছবি ‘তুফান’ শুরু হবে ফেব্রুয়ারি থেকে। যেটি আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে।
২০২৩ সালে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবি দিয়ে প্রশংসা কুড়ান শাকিব খান। পরে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী সাফল্য পান। শুধু তাই নয়, এ ছবিতে গান ও অভিনয় দিয়ে শাকিব খান সর্বমহলের দর্শকদের কাছে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন।







