‘সোলজার’ সিনেমার জন্য নিজের লুকে আমূল পরিবর্তন এনেছেন শাকিব খান। শুধু শারীরিক গড়ন নয়, পরিবর্তন এনেছেন মুখেও – তিনি গোঁফও রেখেছেন কিন্তু মুখে কোনো দাড়ি নেই! খোঁচা খোঁচা দাড়িতে বেশি দেখা গেলেও গোঁফওয়ালা শাকিব দর্শকদের কাছে অনেকটা নতুন!
এর আগে যতবার শাকিবের গোঁফ দেখেছিল দর্শক, অধিকাংশই ছিল নকল! তবে এবার সত্যি সত্যি এই তারকা ন্যাচারাল লুক আনার জন্য গোঁফ রেখেছেন বলে জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি এক্সেসরিজ পণ্যের শো রুম ওপেনিংয়ে গিয়ে মজার ছলে শাকিব বলেন, “আমারই একাধিকবার এমন হয়েছে আসল গোঁফ নকল ভেবে তুলে ফেলতে গিয়েছিলাম!”
তিনি বলেন, শুটিং শেষে যখন মেকাপ রিমুভ করে, তখন মনের অজান্তে বলেছি গোঁফটা খুলে ফেল। তখন আমার মেকাপে যারা কাজ করে, ওরা বলে ভাইয়া এটা তো মেকাপ না, রিয়েল গোঁফ! মনের ভুলে আমার এমন কয়েকবার হয়েছে! তবে এই লুক ইতোমধ্যে রিভিল হয়েছে। সবাই খুবই পছন্দ করেছেন।
কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান সেখানে শাকিবকে বলেন, আপনি আগের জেনারেশনের পাশাপাশি এই জেনারেশনের কাছে নিজেকে পরিবর্তন করেছেন সময়ের সাথে সাথে। আপনি এখনও খুবই ইয়াং! এজন্য আপনাকে অনেক রেসপেক্ট!
উত্তরে শাকিব ধন্যবাদ দিয়ে বলেন, তাই বলে আমাকে নায়ক রাজরাজ্জাক সাহেবদের সময়ের ভেবো না! তবে হ্যাঁ আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি।
‘সোলজার’ ছাড়া অন্য সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, সোলজারের পর ‘প্রিন্স’ সিনেমা করবো। এরপর একটা রোমান্টিক সিনেমা আসবে। প্রিয়তমার পর দর্শক আবার পিওর রোমান্টিক সিনেমা দেখতে পাবেন।









