বৃদ্ধ লুকে হাজির হয়ে সত্যি চমকে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে তার বয়স্ক লুকটি প্রকাশ করেন ফ্যান পেজে! সঙ্গে সঙ্গে লুকটি ভাইরাল হয়, ফেসবুক ট্রেন্ডিংয়ে পপুলার নাও-এ উঠে আসে।
সোশ্যাল মিডিয়াতে শাকিবকে নিয়ে প্রশংসার জোয়ার বইয়ে যাই মুহূর্তে! অধিংকাংশরাই লিখছেন, ২৫ থেকে ৮০, সব বয়সী লুকে পারফেক্ট শাকিব! সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে সিনেমা প্রেমীদের মুখে মুখে প্রিয়তমা’র নতুন লুকের প্রশংসা!
শুধু শাকিবের ভক্ত কিংবা সমালোচকরা নয়, এই বৃদ্ধ লুকটি দেখে প্রশংসা করতে ভোলেননি শোবিজের তারকারাও। তারা নিজেরাও শাকিবের লুকটি দেখে বিস্মিত হয়ে বলছেন, ‘নায়কোচিত ইমেজের বাইরে এ কোন শাকিব!’
শাকিব খানের লুকটি পোস্ট করে চিত্রনায়িকা অঞ্জনা লেখেন, সিনে পর্দায় চিত্রগল্পের চরিত্রের সাথে নিজেকে পরিপূর্ণরূপে বিকশিত করার আরেকটি অনন্য উদাহরণ দিলেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের অহংকার নায়ক কিং আমাদের সুপারস্টার। নিরন্তর শুভকামনা প্রিয়তমা চলচ্চিত্রের জন্য।
অভিনেত্রী মাহিয়া মাহি, পরীমনি, ববি হক, অভিনেত্রী নিপুন চিত্রনায়িকা নিশাত সালওয়া ফারিন খান, রাজ রিপা, সালহা খানম নাদিয়া, চিত্রনায়ক নিরব, চিত্রনায়ক ইমন, সাইমন, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, কণ্ঠশিল্পী কোনাল, ইমরান, তানজীব সারোয়ার, বেলাল খান সহ প্রত্যেকে তা পোস্ট করেন।
এছাড়া পরিচালক মোস্তফা কামাল রাজ, দীপংকর দীপন, সাইফ চন্দন, সৈকত নাসির, অপূর্ব রানা, বুলবুল বিশ্বাস, এম রাহিম থেকে মিডিয়া সংশ্লিষ্ট নাট্যনির্মাতা ও মডেলরাও লুকটির প্রশংসা করেন। শাকিবের বৃদ্ধ লুকের এই দুর্দান্ত এই পোস্টারটি বানিয়েছেন সাজ্জাদুল সায়েম, ছবি তুলেছেন ফারহান রোমান।
এর কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে দুর্দান্ত অ্যাকশন অবতারে শাকিব খান হাজির হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার তিনি নতুন করে সর্বত্র আলোচনায় এলেন বয়স্ক লুক প্রকাশ করে! এ কারণে ঈদে মুক্তি পেতে যাওয়া সবগুলো ছবির মধ্যে ‘প্রিয়তমা’ নিয়ে সবার আগ্রহ আরও কয়েক গুন বেড়ে গেল। এমনটাই মনে করছেন নির্মাতা হিমেল আশরাফ।
ইতোমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের চাহিদার শীর্ষে আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিবের এ ছবি।
আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের এ ছবির কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।








