মুক্তির দুই বছরে পড়লো সাড়া জাগানো বাংলা ছবি ‘প্রিয়তমা’। ২০২৩ সালের আজকের এই দিনে (২৯ জুন, ঈদুল আযহা) মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত, হিমেল আশরাফ পরিচালিত, আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’।
এরপর দেশ-বিদেশে থেকে অভাবনীয় সাফল্যে বয়ে আনে ‘প্রিয়তমা’। সিনেমা সংশ্লিষ্ঠদের মতে, ‘প্রিয়তমা’র সাফল্য দেশ ও বিদেশে বাংলা সিনেমার নাম উজ্জ্বল করেছে, সেই যাত্রা এখনও চলমান। শুধু তাই নয়, এই ‘প্রিয়তমা’ই নতুন শাকিব খানকে দর্শকদের সামনে এনেছে!
এদিকে, ‘প্রিয়তমা’ মুক্তির দুই বছর উপলক্ষে শাকিব খান তার ইনস্টাগ্রামে একটি ছবিতে তার বৃদ্ধ লুকের পোস্টার পোস্ট দিয়ে লেখেন, ”ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ বাংলা সিনেমার জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়। এই দশকের প্রেমের আইকন হিসেবে ‘প্রিয়তমা’ ছবির দুই বছর পূর্ণ হলো।”
শাকিব খানের সেই পোস্টে তার হাজারও অনুসারীদের বাহবা মন্তব্য করতে দেখা যায়। সেখানে মন্তব্য করেন পরিচালক হিমেল আশরাফ নিজেও।
শাকিবকে উদ্দেশ্য করে এই নির্মাতা লিখেছেন, ২০১৭ সালে ‘প্রিয়তমা’র গল্প শুনে আপনার প্রথম কথাটি ছিল “এই সিনেমা ইতিহাস সৃষ্টি করবে, হিমেল!” কেন বলেছিলেন, কী বুঝে বলেছিলেন জানি না। শুধু জানি, অভিজ্ঞতার চেয়ে মূল্যবান কিছু এই দুনিয়ায় নেই।
শাকিব খানকে উদ্দেশ্য করে হিমেল আরও লেখেন, আপনার মতো করে বাংলা সিনেমাকে কাউকে ভালোবাসতে দেখিনি! কাছ থেকে দেখেছি, আপনার জীবনে সিনেমা আর দর্শকের ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। এই ভালোবাসাই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে, যেখানে কেউ আগে যেতে পারেনি-হয়তো কোনো দিন পারবেও না।
কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল লেখেন, ‘প্রিয়তমা’র স্ক্রিপ্ট এবং আমার উপর আস্থা রাখার জন্য আপনার প্রতি আমার আজন্ম কৃতজ্ঞতা।
‘প্রিয়তমা’ সাফল্যে ভর করে শাকিবকে নিয়ে হিমেল নির্মাণ করেছিলেন ‘রাজকুমার’। গেল বছর ওই ছবিটিও সর্বমহলে প্রশংসা অর্জন করে। শোনা যাচ্ছে, আবার শাকিবকে নিয়ে নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন হিমেল আশরাফ। সেই খবর বিস্তারিত জানা যাবে কিছুদিন পরেই।









