ঈদে মুক্তির পর থেকে সারাদেশে ভাল ব্যবসা করছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। প্রথমদিন থেকে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকেট সংকট দেখা গেছে। দর্শকরা টিকেট না পেয়ে হতাশ হচ্ছে, সিনেপ্লেক্সে বরবাদের টিকেট না পেয়ে অন্য সিনেমা দেখছেন অনেকে।
দর্শকদের মতো শাকিব খানের পরিবারের সদস্যরাও বরবাদের দেখা জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং শাকিব খান।
শাকিব খান বলেন, আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি। প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।
দর্শকদের মধ্যে ‘বরবাদ’ নিয়ে উন্মাদনা বিরাজ করলেন চুপচাপ শাকিব খান। দুদিন আগে শুক্রবারে সারাদেশে ঈদের দিনের মতো ব্যবসা করেছে বরবাদ। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, পহেলা বৈশাখের দিনেও সারাদেশের হলগুলোতে ‘বরবাদ’ ফের উন্মাদনা তৈরি করবে।
এদিকে, বাংলাদেশে সাফল্যের পর বরবাদ আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এই দুদেশে ছবিটির পরিবেশনা করছে শাকিব খানের ডিসট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, গ্লোবাল মার্কেটেও বরবাদ সাফল্য বয়ে আনবে।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।
এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাতদিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।









