বছরের দুটি ঈদে চাঙা হয় সিনেমার বাজার! তখন প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক ছবি মুক্তির মিছিলে এলেও সাফল্য পায় দু-একটি। ঢাকাই সিনেমাঙ্গনে এই চিত্র গেল কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। ঈদ ছাড়া আশা জাগানিয়া বড় বাজেটের ছবি আসে খুব কম!
তবে দীর্ঘদিন পর ঈদ ছাড়া নতুনভাবে আশা জাগিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’, যেটি আগামী সপ্তাহে (১৫ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে।
এ ছবির পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বের ২২টি দেশে একযোগে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাতেও ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। তবে ছবি মুক্তির সাতদিন হাত থাকলেও এখনো প্রচারণায় উল্লেখযোগ্য কিছু দেখা যায়নি।
আসেনি ছবির কোনো গান। বলা হচ্ছে, যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি, তাই ভারতের টি-সিরিজের ইউটিউব থেকে গানগুলো রিলিজ করা হবে। কিন্তু মুক্তি নাকের ডগায় এলেও এখনো আসেনি গান।
চোখে পড়ার মতো প্রচারণা না থাকায় বেশীরভাগ দর্শকই সন্দিহান যে আগামী সপ্তাহে আদৌ ‘দরদ’ মুক্তি পাবে কিনা! পরিচালক অনন্য মামুনের প্রচারণায় ঘাটতি থাকায় শাকিব খানের ভক্তরা নিজেরাই ঢাকা, সিলেটের বিভিন্ন অঞ্চলে নিজেরাই পোস্টার বিতরণ শুরু করেছে।
দেশের বিভিন্ন সিনেমা হল মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ১৫ নভেম্বর মুক্তি উপলক্ষে সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন, রাজ (কুলিয়ারচর), আনন্দ, শ্যামলী, মনিহারসহ দেশের প্রায় সব সিনেমায় দরদের বিলবোর্ড ঝুলছে।
একাধিক হল মালিক চ্যানেল আই অনলাইনকে জানান, কোরবানির ঈদে তুফানের পর তারা কোনো ছবি দিয়ে ব্যবসা করতে পারেননি। ১৫ নভেম্বর ‘দরদ’ মুক্তির অপেক্ষায় আছেন তারা।
পরিচালক অনন্য মামুন রয়েছেন ইন্ডিয়াতে। ১৫ নভেম্বর আদৌ ‘দরদ’ মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেকে আমার উপর মনঃক্ষুণ্ণ হয়েছে। আশা করছি গান ও ছবি রিলিজের পর তাদের কোনো অভিমান থাকবে না। দরদের গান টি-সিরিজ থেকেই আসবে। যতগুলো দেশে রিলিজ করবো বলেছি একযোগে ১৫ তারিখ থেকে চলবে। ১৫ নভেম্বর ‘দরদ’ রিলিজ হবেই হবে এটা কোনো কনফিউশন নেই।
শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।









