প্রকাশ হয়েছে সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মারকুটে লুকটি প্রকাশের পরে ভাইরাল হয়ে যায়, মুহূর্তেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে।
অনলাইনে শাকিবের এই লুকটি নিয়ে হইচই চলাকালে বিকেলে কক্সবাজার সাগরপাড়ে ফার্স্ট লুক উন্মোচনের সঙ্গে কেক কেটে, বেলুন উড়িয়ে এটি উদযাপন করে শাকিব খানের ‘দ্য শাকিব খান ফ্যান ইউনিভার্স’র একদল ভক্তরা। ভক্তদের এই আয়োজনে পরিচালক অনন্য মামুনও উপস্থিত ছিলেন।
ফ্যান ক্লাবের আশরাফুল নাঈম জানান, তাৎক্ষণিকভাবে এই আয়োজন করা। ফেসবুকে পোস্ট দেয়ার অল্প সময়ের মধ্যে ৫০ জন ছুটে চলে আসে।
‘দরদ’র পরিচালক অনন্য মামুন বলেন, কক্সবাজারে শাকিব ভাইয়ের ভক্তরা এই আয়োজন করে। তারা বেলুনে ফার্স্ট লুক উড়িয়ে কেক কেটে উদযাপন করে। এই উদযাপন আমাকে আনন্দ দিয়েছে। শাকিব ভাইয়ের ভক্তরা যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও সক্রিয় সেটা আবার বুঝলাম।
ভালোবাসা দিবসে পোস্টার প্রকাশ ছাড়াও আরও একটি ঘোষণা দিলেন ‘দরদ’ নির্মাতা মামুন। জানালেন, ছবির প্রথম টিজার প্রকাশ করবেন বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি।
এক ভিডিও বার্তায় মামুন বললেন, “আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে ‘দরদ’র টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো আজকের (১৪ ফেব্রুয়ারি) দিনে আরেকটা সারপ্রাইজ! ‘দরদ’র প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।”
শাকিব খানের প্রকাশিত লুকে দেখা যায়, তার চুলগুলো একেবারে এলোমেলো। চোখে মুখে রক্তের ছাপ। টাটকা রক্ত ভেজা ডান হাত লাগিয়ে রেখেছেন গালে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন অপেক্ষা তার পরবর্তী টার্গেটে! ভালবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে এমন দুর্ধর্ষ মারকুটে লুক নিয়ে হাজির হলেন দুই বাংলার সুপারস্টার শাকিব খান। যা দেখে দুই বাংলার নেটিজেনরা বাহবা দিচ্ছেন। তারা বলছেন, মারদাঙ্গা লুকে নতুন শাকিবকে দেখছেন।
সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।
বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়। এক ভিডিও বার্তায় পরিচালক অনন্য মামুন জানান, দুই ঈদ ছাড়া যে কোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা বানালে যে ঈদ ছাড়াও সুপারহিট করা যায়, সিনেমা হলে সুনামি বয়ে যাওয়ানো যায় সেটা প্রমাণ করে দেবে ‘দরদ’।







