বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রথমবার তিনি দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসরে টিমের মালিকানায় নাম লিখিয়েছেন। তবে শুধু দেশীয় লিগে সীমাবদ্ধ থাকবেন না তিনি।
শাকিবের ইচ্ছে আছে, তার দল অংশ নেবে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লিগে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শাকিব খান।
সেখানে শাকিবকে প্রশ্ন করা হয় ভারতের আইপিএলকে টেক্কা দেয়ার প্রচেষ্টা থাকবে কিনা! উত্তরে তিনি বলেন, একদমই না। এটা তো দেশীয় অভ্যন্তরীণ টুর্নামেন্ট। আমরা আমাদের মতো করে ভালো করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে প্রীতি ম্যাচ করতে পারে। এটা আন্তর্জাতিক আরও এন্টারটেইনিং হতে পারে। কিন্তু এখানে টেক্কার প্রশ্নই আসে না। আমরা কেউ কারও প্রতিযোগী না।
তিনি আরও বলেন, আমার ইচ্ছে আছে দুবাই, আবুধাবি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে আগামীতে ঢাকা ক্যাপিটালস ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রিমিয়ার লিগে অংশ নেবে। গ্লোবালি এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই পরিকল্পনা। এর মাধ্যমে অনেক মেধাবী নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা পরে জাতীয় দলে অনেক ভালো অবস্থানে যাবে।
ক্রিকেট দলের মালিকানায় অংশ নেয়া প্রসঙ্গে শাকিব বলেন, ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি। বাংলাদেশি, ভারতীয় বা এশিয়ানদের কাছে ক্রিকেট অতিপ্রিয় একটি খেলা, যা শৈশব থেকে আমরা দেখে বড় হই। তবে হ্যাঁ, দলের মালিকানা (ঢাকা ক্যাপিটালস) নিয়ে আমার পথচলাটা প্রথমবার। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এত বড় দলের মালিকানা নিয়ে এগিয়ে যাওয়াটাকে আমি চ্যালেঞ্জিং ওয়ার্ক মনে করি। আমি বিশ্বাস করি, আমাদের সবার অ্যাফোর্ট ও দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী সকলের যৌথ ভালোবাসাটা আমাদের সঙ্গে থাকবে।
শাকিব খান বলেন, আমরা এশিয়ানরা ক্রিকেটকে অনেক ভালোবাসি। ছেলেবেলা থেকে কমবেশি সবার ইমোশনের সঙ্গে ক্রিকেট মিশে আছে। আমিও ছোটবেলায় ক্রিকেট খেলেছি। সে কারণে এই খেলায় আমারও ফ্যাসিনেশন ছিল। প্রতিটি দেশের ফিল্ম-মিডিয়ার টপ পজিশনে যারা আছেন, তাদের সঙ্গে ক্রিকেটার বা স্পোর্টসম্যানদের ভালো যোগাযোগ থাকে। যেমন দেখুন ফুটবলে আমেরিকান সকার টিমে টম ক্রুজের দলে খেলতেন ডেভিড বেকহ্যাম। অনেক আগে থেকে আমার স্পোর্টসে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু ব্যাটে বলে মিলছিল না। এবারের বিপিএলের ম্যানেজমেন্টে নতুন অনেকে যুক্ত হয়েছেন। সবাই আমাকে অনেক বেশি উৎসাহিত করেছেন। আমার কোম্পানি রিমার্ক-হারল্যান এবং অন্যান্য বন্ধু যারা আছেন সবাই মিলে আশা করছি সত্যি দারুণ কিছু হবে।
তিনি বলেন, কিছুদিন আগে নিউইয়র্কে বেড়াতে গিয়ে দেখলাম, সেখানকার টেনিস টুর্নামেন্টে অনেক তারকা খেলা দেখতে এসেছেন। তাছাড়া আমার মনে হয় বিনোদন এবং খেলাধুলা যদি একসাথে এগিয়ে যায় তবে সুফল আসতে পারে। কারণ, দুই সেক্টরই মানুষকে আনন্দ দেয়। আমেরিকান ফুটবল টিম, আইপিএল সবখানে দেখি বিনোদন এবং স্পোর্টস মিলে কাজ করে। বাংলাদেশেও এটা শুরু হলো। এসবের পাশাপাশি বড়কিছু করতে গেলে ইচ্ছেটাই আসল। আমার ইচ্ছেটাই অনেক বেশি ছিল।








