দ্বিতীয় টেস্টের সময় যত এগিয়ে আসছিল, সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা বাড়ছিল। ব্যাটিং করার সময় চোখের সমস্যা রয়েছে, বোলিংয়ের সময় ভোগাচ্ছে আঙুলের চোট। এসব ঘিরে সাকিবকে নিয়ে নানা কথা ডালপালা মেলেছিল। দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েই প্রশ্ন উঠে যায়। সেসবে খানিক বিরাম টেনে দিলেন চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের কোচ বলেছেন, সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।
কানপুরের গ্রীনপার্কে বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ। এদিন হাথুরুসিংহে সংবাদ মাধ্যমের সামনে আসেন। দলের তারকা অলরাউন্ডার প্রসঙ্গে বলেন, ‘সাকিবের চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে আমি কিছু শুনিনি।’
‘সাকিবকে নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা নেই। ফিজিও বা অন্যকারও কাছে তার চোট সংক্রান্ত কোনো তথ্য শুনিনি। তাকে নির্বাচনের জন্য রাখা হয়েছে।’
সাকিবসহ শিষ্যদের নিয়ে হতাশাও ঝরেছে হাথুরুর কণ্ঠে, ‘বিষয়টি শুধুই তার পারফরম্যান্স নয়, আমি সবার পারফরম্যান্সে হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সে ভালো পারফর্ম করতে পারবে। দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাট করছিল, কিন্তু সেটাকে বড় করতে পারেনি। বিষয়টি এমন নয় সে চেষ্টা করেনি, প্রতিপক্ষের বোলিং ভালো ছিল।’









