জাতীয় দল জার্সিতে সাকিব আল হাসানের খেলা হচ্ছে না প্রায় বছর খানেক। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাচ্ছে টাইগার কিংবদন্তিকে। প্রথমবার গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে ব্যাটে-বলে জাত চেনালেন বাঁহাতি মহাতারকা। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টি দ্বিতীয় আসরের। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সাকিবের নজরকাড়া পারফরম্যান্সে ২২ রানে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে হারিয়েছে দুবাই ক্যাপিটালস।
টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই ক্যাপিটালস। জবাবে ৮ উইকেটে ১৪৩ রানে থামে সেন্ট্রাল ইনিংস।
৭.৪ ওভারে ৫৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্যাপিটালস জার্সিতে নামেন সাকিব। একপ্রান্ত আগলে রেখে ইনিংস শেষ করেন। মাঝে আরও ৪ উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাতের দলটি। ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব, ফিফটি করেন ৩৪ বলে।
ক্যাপিটালস ব্যাটারদের সর্বোচ্চ রানের ইনিংসও এটি। সেদিকউল্লাহ অটল ২৫ বলে ৪১ রান এবং জেসি বুটন ১১ বলে ২০ রান করেন।
ব্যাটিংয়ে ঝলক দেখানোর পর বল হাতেও অনন্য ছিলেন সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে বলে এসে জোড়া উইকেট তুলে নেন। ফেরান সেন্ট্রাল ওপেনার উইল ইয়াং এবং ডিন ফক্সক্রপ্টকে। ১১তম ওভারে জশ ক্লার্কসনকে সাজঘরে পাঠান। ১৭তম ওভারে কোটার শেষ স্পেলে উইলিয়াম ক্লার্ককে ফেরান।
৪ ওভারে ১৩ রান খরচায় সাকিব উইকেট নেন ৪টি। এরমধ্যে এক ওভারে মেডেনও আদায় করে নেন টাইগার অলরাউন্ডার।









