ঘরের মাটিতে মিরপুরে শেষ টেস্ট খেলে ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক প্রেক্ষাপট আর নিরাপত্তা ইস্যুতে দেশেই আসা সম্ভব হয়নি কিংবদন্তি টাইগার অলরাউন্ডারের। ক্যারিয়ারের দুঃসময়ে এবার তার বিরুদ্ধে ‘সন্দেহজনক’ বোলিং অ্যাকশনের অভিযোগও উঠে গেল। অ্যাকশনের শুদ্ধি পরীক্ষা দেয়ার কথাও বলছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। দুই দশকের বর্ণিল যাত্রায় প্রথমবার সাকিবের বোলিং অ্যাকশন ‘প্রশ্নবিদ্ধ’ হল।
গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার আগে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। তখন সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। টনটনে সমারসেটের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন। ওই ম্যাচের বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
কাউন্টি কর্তৃপক্ষের থেকে ইতিমধ্যেই বিষয়টি সাকিবকে জানানো হয়েছে। খুব শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে, আইসিসির অনুমোদিত স্থানে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎরাতে হবে সাকিবকে।
তবে এটা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে সাকিবের কোনো বাধা নেই। এই অভিযোগের সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার কোনো সম্পর্ক নেই।
দুই দশকের যাত্রায় ৭১২ আন্তর্জাতিক উইকেটের ক্যারিয়ারে, ৪৪৭ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার পিঠে প্রথমবার সাকিবের বোলিং অ্যাকশন ‘প্রশ্নবিদ্ধ’ হল। রাজনৈতিক পটপরিবর্তন, হত্যা মামলায় নাম আসা, আর নিরাপত্তা ইস্যুর কঠিন সময়টাতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না আসতে পারা সাকিব দুদিন পর শুরু হতে চলা আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে ওয়ানডে সিরিজে এবং তারপর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও খেলবেন না।









