গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। টাইগার কিংবদন্তির ওই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের কোনো টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
শুক্রবার এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষিদ্ধ করার কথা জানিয়েছে ইসিবি। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে প্রথমবার এমন কিছুর মুখোমুখি হলেন ৩৭ বর্ষী বাংলাদেশের সাবেক অধিনায়ক।
২০১০-১১ মৌসুমের পর গত সেপ্টেম্বরে কাউন্টিতে ফেরেন সাকিব। প্রায় ১৩ বছর পর কাউন্টিতে ফিরে সারে’র হয়ে সামারসেটের বিপক্ষে বল হাতে দারুণ করেন টাইগার তারকা। সামারসেটের ঘরের মাঠ টনটনে ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে ৯৬ রান খরচ করে নেন পাঁচ উইকেট। যদিও তার দল সারে হেরে যায় ১১১ রানে।
দুই ইনিংস মিলিয়ে ৬৩.২ ওভার বল করলেও বোলিং অ্যাকশনের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। তবে গত নভেম্বরে জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিল্নস। এরপর সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার বিষয়টি আলোচনায় আসে। যদিও কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্টও খেলেন সাকিব। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন তিনি।
ইসিবি জানিয়েছে, নিষেধাজ্ঞা বাতিলের জন্য সাকিবকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সেখানে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, পরীক্ষায় সাকিব কনুই বাড়ানোর ব্যাপারটি প্রাথমিক মান ১৫ ডিগ্রি’র নিচে থাকতে হবে।









