জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসান সবশেষ খেলেছেন কানপুরে ভারতের বিপক্ষে। এরপর থেকেই নানা জটিলতায় দেশে ফেরা হয়নি টাইগার অলরাউন্ডারের। এমনকি দেশের বাইরে হওয়া সিরিজগুলোতেও নেই তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ফেরাটাও তাই অস্পষ্ট। টাইগার তারকাকে নিয়ে বিদ্যমান বিষয়গুলো ‘অস্বাভাবিক’ মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে।
সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেছেন গাজী আশরাফ।
বলেছেন ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা।’
‘এটা (সাকিবের) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়। যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।’









