কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে এসে টেস্ট ও টি-টুয়েন্টিতে অবসরের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, এই দুই সংস্করণকে বিদায় বলে দেয়া সঠিক মনে করছেন। সঙ্গে জানিয়েছেন, অভিমান থেকে বিদায় নিচ্ছেন না।
অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে অবসরে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। কেনো দুই সংস্করণকে বিদায় বলে দিচ্ছেন এমন প্রশ্নে সাকিব বলেছেন, ‘অবশ্যই কষ্ট বা অভিমান থেকে বিদায় নেয়া না। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় বিদায় বলে দেয়ার, নতুনদের আসার সুযোগ করে দেয়ার। টেস্টের সঙ্গে এই সময়ে টি-টুয়েন্টিতে আমার আসলে একই চিন্তা।’
‘অপ্রাসঙ্গিক হলেও বলতে চাই, টি-টুয়েন্টির বিষয়ে আমার কথা হয়েছে নির্বাচক এবং বোর্ডের সভাপতির সঙ্গে। আমার মনে হয়েছে টি-টুয়েন্টি রেখে সামনের দিকে এগিয়ে যাই। সামনের যে কিছু সিরিজ আছে, কিছু নতুন খেলোয়াড় আসুক, নতুনদের সুযোগ দেয়া হোক।’
‘একইসাথে আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, সেখানে ভালো করতে থাকি, ছয় মাস একবছর পর যদি কখনও বিসিবি মনে করে যে টি-টুয়েন্টিতে অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি এবং ফিট আছি, তখন আমরা সিদ্ধান্তে আসতে পারি।’
‘আপাতত আমি নিজেকে টি-টুয়েন্টিতে দেখছি না। আর সাউথ আফ্রিকার বিপক্ষে যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে এটাই শেষ সিরিজ হওয়ার। সুতরাং আপনারা বলতে পারেন যে দুইটা সংস্করণে আমার শেষটা দেখছি। আমার মনে হয় টি-টুয়েন্টি বিশ্বকাপে সবশেষ ম্যাচটি খেলে ফেলেছি।’
বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসান দীর্ঘদিন ক্রিকেটের তিন সংস্করণের শীর্ষ অলরাউন্ডার ছিলেন। দুই সংস্করণকে বিদায় বললেও ২০২৫ সালের ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি।









