দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে দুই ম্যাচ আগে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দুবাই ক্যাপিটালসের বিপক্ষে নজরকাড়া বোলিং করেছেন এ বাঁহাতি স্পিনার। যদিও ম্যাচসেরার পুরস্কার উঠেছে আফগান স্পিনারের হাতে। তার দল এমআই এমিরেটস জিতেছে বড় ব্যবধানে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের এমআই এমিরেটস টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সাকিব ৪ ওভার বল করে ১১ রান দিয়ে একটি উইকেট নেন। সাকিবের করা ২৪ বলের মধ্যে ১৫টি ডটবল দিয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষের ব্যাটাররা রান নিতে পারেনি।
আগে ব্যাট করা দুবাই ক্যাপিটালস সাকিব আল হাসান ও আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফারের বোলিংতোপে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২২ রান করে। জবাবে সাকিবের এমআই এমিরেটস ২ উইকেট হারিয়ে ২০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলেছে। এ জয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থানটা পাকাপোক্ত করল এমিরেটস।
এর আগে এমআই এমিরেটস নিজেদের অষ্টম ম্যাচে ডেজার্ট ভাইপারসের বিপক্ষে জয় তোলে। ওই ম্যাচে অপরাজিত ১৭ রান এবং ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। পরের ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে ২ ওভার বল করে ১০ রান দিলেও কোনো উইকেট তুলতে পারেননি সাকিব।









