চোটে পড়ে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রুপপর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা সাকিবকে মিস করবেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
শুক্রবার পুনেতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান এ কোচ বললেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে সাকিবকে পাচ্ছি। মানে আমি বলছি, সাকিবের সামর্থ্যের মতো কেউ যদি আপনার পাশে থাকে, বিশ্বসেরা অলরাউন্ডার, তার মানে দুজন খেলোয়াড় আছে আপনার হাতে। সুতরাং এই কম্বিনেশনে বেশিকিছু করা কঠিন।’
‘আমরা অবশ্যই আরেকজন স্পিনার বা পেসার দিয়ে তার জায়গা পূরণ করার চেষ্টা করব। এটা আসলে ব্যাটিং, আমরা তার ব্যাটিং এবং নেতৃত্বের অভাববোধ করব। সুতরাং এটা বেশ কঠিন।’
আসরে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। মাঝপথে চোটে পড়েছিলেন, তখন খেলতে পারেননি স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি। শেষ ম্যাচটিতেও থাকবেন না ৩৬ বর্ষী তারকা। সাকিবের পরিবর্তে দলে ডাকা হয়েছে ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়কে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিবকে ছাড়াই বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।







