২০২৪ সালে সবশেষ দেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে আবারও মাঠে নামার ইচ্ছে লালন করছেন। ফিট থাকতে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-টেন বা আইএল টি-টুয়েন্টির মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে হলেও দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নানা বিষয়ের সাথে রাজনীতির কথাও বলেছেন ৩৮ বর্ষী কিংবদন্তি।
এখনও আনুষ্ঠানিকভাবে কোন ফরম্যাট থেকেই অবসর নেননি, মনে করিয়ে দিয়ে সাকিব বলেছেন- দেশে ফিরে খেলতে চান বিদায়ী সিরিজ। এরপর পুরো মনোযোগ দেবেন রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাগুরা থেকে। সরকার পতনের পর দেশেই ফেরা হয়নি সাবেক অধিনায়কের, আগামীতে ফিরে রাজনীতি চালিয়ে যেতে চান।
বলেছেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
গতবছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে সাকিব। গতবছর কানপুরে ভারত সিরিজে খেলছেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও দেশে ফেরা হয়নি তখন। এখনও অবশ্য দেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন তিনি। অবসর নিতে চান দেশের মাটিতে খেলে।
পতিত দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হয়ে সংসদে গিয়েছিলেন সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর আন্দোলন দমাতে গুলির ঘটনায় শীর্ষ অনেক নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে সাকিবের নামেও।









