বুধবার নির্মাতা বিকাশ বাহলের আসন্ন ছবি ‘শয়তান’-এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ছবিতে অজয় দেবগণ, আর মাধবন এবং জ্যোতিকা অভিনয় করেছেন মূল চরিত্রে। ছবিটি ৮ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ইনস্টাগ্রামে ফার্স্ট লুক প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে বৃহস্পতিবার ছবিটির টিজার মুক্তি পাবে। পোস্টার দেখে অনেকেই মনে করছেন খল চরিত্রে দেখা যাবে মাধবনকে। ফার্স্টলুক শেয়ার করে অজয় লিখেছেন, ‘শয়তান আসছে জাদু করতে’।
মাধবনও শেয়ার করেছেন ফার্স্টলুক। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শয়তান নজর মিলায় না, নজর লাগায়।
এই ছবির হাত ধরে প্রায় ২৭ বছর পর বলিউডে ফিরছেন অভিনেত্রী জ্যোতিকা। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডোলি সাজা কে রাখনা’ ছবিতে।
ছবির গল্প কী নিয়ে সেই বিষয়ে নির্মাতা বিস্তারিত কিছু জানাননি। তবে জানা গেছে, ভারতের ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু-কে কেন্দ্র করে ভয়ানক গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







