বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে নির্মাণ করা হয়েছে শহীদ আহনাফ মেমোরিয়াল।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহীন কলেজে বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এই মেমোরিয়াল উদ্বোধন করেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শহীদ আহনাফের মা-বাবা-ছোট ভাই এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলা অবস্থায় গত ৪ আগষ্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ।









