চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নির্ধারিত হওয়ার ম্যাচে বেশ উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও সাউথ আফ্রিকা। ম্যাচে ম্যাথু ব্রিটজকের সাথে তর্কে জড়িয়ে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলামের নামের পাশে। তাদের শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি।
আইসিসির ২.১২ অনুচ্ছেদ ভাঙার দায়ে আফ্রিদির ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ওই অনুচ্ছেদের ধারায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্যকারও সাথে অযাচিত শারীরিক অগ্রহণযোগ্য আচরণ।’ ২৮তম ওভার বিটজকের রান নেয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহিন আফ্রিদি।
অন্য ঘটনায় সৌদ শাকিল ও কামরান গুলাম আইসিসির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় তাদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। ওই অনুচ্ছেদে বলা হয়েছে এটি অপরাধ যা, ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা, কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’
তিনজনই আইসিসির শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। অবশ্য শাস্তি পাওয়া ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৪ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।









