ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, উন্মাদনা আর সাবেক-বর্তমান হয়ে দর্শক-সমর্থকদের কাঁদা ছোড়াছুড়ি। কে কার চেয়ে শক্তি-সামর্থ্যে এগিয়ে—সেই আলোচনা সব সময় গিয়ে থামে জয়-পরাজয়ের হিসেবে। শাহিন শাহ আফ্রিদিকে হারিয়ে পাকিস্তান সেই দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে গেছে বলে মনে করছেন দিনেশ কানেরিয়া।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার আগেই ধারণা করেছিলেন, এমন কিছুই ঘটতে যাচ্ছে। এশিয়া কাপের মতো বড় আসরের আগে ৪-৬ সপ্তাহের জন্য হাঁটুর চোটে ছিটকে গেছেন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেওয়া নায়ক শাহিন। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্টের সেচ্ছ্বাচারি ওয়ার্ক লোড এই পেসার নিতে পারবেন না, তা বছরখানেক আগেই সতর্ক করেছিলেন কানেরিয়া।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে সাবেক লেগ স্পিনার বলেছেন, ‘এশিয়া কাপ থেকে শাহিন আফ্রিদির ছিটকে পড়ার দায় পুরোটাই পিসিবির। আমি একবছর ধরে বলছিলাম, সে একদিন ভেঙে পড়বে। সেটাই ঘটল, যা কিনা এমন বড় আসরের আগে।’

পাকিস্তানের সেরা কয়েকজন তারকার টানা তিন ফরম্যাটে খেলে যাওয়া নিয়ে সম্প্রতি প্রশ্ন শুনেছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। তিনি বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, তারা বুড়িয়ে যাননি বলেই টানা খেলছেন। তবে বিশ্ব ক্রিকেট কোয়ারেন্টাইন সমস্যা কাটিয়ে ওঠার পর অনেকেই প্রশ্ন তুলছেন টানা খেলে যাওয়া নিয়ে। সেখানে পাকিস্তানের শাহিন আফ্রিদি, বাবর আজম, সাদাব খান, মোহাম্মদ রিজওয়ান কিছুটা ব্যতিক্রম ছিল।
সেই টানা খেলে যাওয়াতেই বিরোধিতা করছেন কানেরিয়ার। শাহিনকে যদি কয়েকটি সফরে বিশ্রাম দিয়ে খেলানো হতো তাহলে এমন চোটে তিনি পড়তেন না বলে মনে করেন কানেরিয়া, ‘শ্রীলঙ্কা সিরিজে তাকে খেলানোর কোনো প্রয়োজন ছিল না ম্যানেজমেন্টের। তাকে দিয়ে তিন ফরম্যাটের অনেক বেশি ম্যাচ খেলানোর সিদ্ধান্তটাই বড় ভুল।’
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে চোটে পড়েন শাহিন। সেই চোট তাকে এশিয়া কাপ থেকেই ছিটকে দিছে। তবে পিসিবি আশাবাদী টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট হিসেবে পাবে দল।








