মঙ্গলবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। প্রথমবার টুর্নামেন্টে খেলতে এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। খেলবেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জার্সিতে। বাংলাদেশে খেলার জন্য রোমাঞ্চিত শাহিন। জানালেন তামিম ইকবালের ডাকে বিপিএলে খেলতে এসেছেন।
শুক্রবার রাতে ঢাকায় পা রেখেছেন শাহীন আফ্রিদি। শনিবার যোগ দিয়েছেন বরিশালের অনুশীলনে। মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন শেষে কথা বলেছেন গণমাধ্যমে।
‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি এখানে ভালো খেলতে পারব।’
‘অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। জানি অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর তুলনা করতে পারব।’
পাকিস্তানের বড় তারকা শাহীন। তবে বিপিএলে নিজেকে তারকা ভাবতে রাজি নন। বলেছেন, ‘সত্যি বলতে কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।’









