বাংলাদেশ ক্রিকেটে প্রথমবার বড় কোন শিরোপা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এসেছিল আকবর আলী-শাহীন আলমদের হাত ধরে। বিশ্বকাপ জয়ের পর পেসার শাহীন চোটে ভুগেছিলেন বেশ কিছুদিন ধরে। পরে পারিবারিক নানা সংকটে বেকায়দায় ছিলেন ডানহাতি তারকা। সংবাদমাধ্যমের শিরোনামে আসার পর তাকে আর্থিক সাহায্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার বিসিবি কার্যালয়ে শাহীনের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২০২০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রথম বিশ্বআসর শিরোপা এনে দেন যুবা টাইগারবাহিনী। ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য শাহীন। চোট ও বাবা-মায়ের অসুস্থতায় আর্থিক সংকটে পড়েছেন।
সাফজয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক শাহীনকে সহায়তা করেছিলেন। আবারও তাড়াতাড়ি ক্রিকেটে ফেরার আশা করছেন এ পেসার।









