ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানা ঘেরাও করে হত্যাকাণ্ডের সাথে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা।
আজ ১৬ মে শুক্রবার সকালে রাজু ভাস্কর্যে জড়ো হন তার সহপাঠি ও শিক্ষকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। দাবির বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ঘন্টব্যাপী বৈঠক করেন শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।
বৈঠক শেষে শিক্ষকরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে তদন্ত ও বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি নেই। ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে রোববার সকাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।









