অস্কারের মনোনয়নে পাঠানো হতে পারে রাজকুমার হিরানির ছবি ‘ডানকি’ ছবিটি। তবে ছবিটি ভারতের অফিসিয়াল মনোনয়ন নাকি অন্য কোন বিভাগের মনোনয়নে পাঠানো হবে, তা জানা যায়নি।
এর আগেও অস্কারে পাঠানো হয়েছে শাহরুখের সিনেমা। অমন পালেকর পরিচালিত ‘পহেলী’ পাঠানো হয়েছিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে। এরপর শাহরুখের ‘স্বদেশ’ও পাঠানো হয় অস্কারে। কিন্তু দুটোর কোনওটাই অস্কার নিয়ে ফিরতে পারেনি।
গৌরী খানের প্রযোজনায় রেড চিলিজের ব্যানারে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ডানকি, পরিচালনা করেছেন বলিউডের ‘সুপারস্টার ফিল্মমেকার’ রাজকুমার হিরানি।
ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন ভিকি কৌশল, তাপসী পান্নু সহ বহু পরিচিত মুখ।
সূত্র: পিঙ্ক ভিলা







