১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দিল সে’ ছবিতে মণি রত্নমের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান। আবারও এই জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি। তবে এবার আর ‘ছাইয়া ছাইয়া’ গানে ট্রেনের উপর নয়, প্লেনের উপর নাচতে চান অভিনেতা। রসিকতা করে জানান, প্লেনও কিনে ফেলতে পারেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত হল সিএনএন নিউজ ১৮ এর ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ এর অনুষ্ঠান। সেখানেই সম্মানিত হন শাহরুখ। মণি রত্নমও সম্মানিত হয়েছেন সেখানে। এদিন মঞ্চে উঠে শাহরুখ নির্মাতার সঙ্গে আবারও কাজের ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘মণি রত্নম স্যার, এবার আমি সবার সামনে প্রকাশ্যে বলছি। আমি কবে থেকে আপনাকে অনুরোধ করছি, ভিক্ষা চাইছি আমার সঙ্গে ছবি করার জন্য। আমরা এবার একসঙ্গে ছবি করলে প্লেনের উপরে উঠে আমি ছাইয়া ছাইয়া নাচব। ট্রেন কী জিনিস!’
শাহরুখের কথা শুনে মণি রত্নম হেসে ফেলেন। বলেন, ‘দাঁড়ান আগে প্লেনটা কিনি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আমার ছবিগুলো যেভাবে হিট হচ্ছে তাতে কদিন পর আমিই…. বুঝেছেন তো! তারপর আমি প্লেন নিয়ে আসছি…’
২০২৩ সালে শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে আর তিনটিই হিট। এর মধ্যে ‘জওয়ান’ এবং ‘পাঠান’ বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে নজির গড়েছে। ভালো ব্যবসা করছে ‘ডানকি’ও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








