‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ। এবার আসছে ‘পাঠান টু’। এটি হতে চলেছে আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি।
‘পাঠান’ শেষ হয়েছিল শাহরুখের আরও স্টাইলিশ স্পাই হয়ে ফেরার প্রতিজ্ঞায়। এজেন্টদের নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন এক টিমও তৈরির কথা বলেছিলেন তিনি। এবার ‘পাঠান টু’-তে আরও নতুন চমক থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে সিনেমার এক কাছের সূত্র বলেছেন, ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের পাঠান টু মুক্তি পাবে টাইগার ভার্সেস পাঠানের আগেই। সিনেমার দুই লিজেন্ডের লড়াই দেখানো হবে বড় পর্দায়। শাহরুখ থাকছেন পাঠান চরিত্রতেই। শাহরুখকে গোয়েন্দা চরিত্রে দেখার জন্য দর্শকের ডিমান্ড টো আছেই। জানুয়ারিতে পাঠান মুক্তির পরেই আদিত্য ও শাহরুখ পাঠানকে স্ট্যান্ডঅ্যালোন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তখন থেকেই সিকুয়েলের কাজ শুরু করা হয়েছে।’
সূত্র আরও বলেন, ‘পাঠান টুতে টাইগারের সঙ্গে পাঠানের লড়াইয়ের (টাইগার ভার্সেস পাঠান) কিছু অংশও দেখানো হবে ভবিষ্যতের দৃশ্য হিসেবে।’ শাহরুখ এবং আদিত্য চোপড়া দুজনেরই পরিকল্পনা হলো ডিসেম্বরেই ‘পাঠান টু’-এর শুটিং শুরু করা, এমনটাই জানান সূত্র।
সূত্র: পিঙ্কভিলা







