বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি স্মরণ করলেন তার ক্যারিয়ারের শুরুর দিকের এক ঘটনা! যখন এক সাংবাদিককে কেন্দ্র করে ঘটনার জেরে তাকে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছিল।
ঘটনার শুরু একটি ভুয়া খবর থেকে। ক্যারিয়ারের প্রথম দিকে শাহরুখকে নিয়ে অনেক ভুয়া ও অতিরঞ্জিত খবর ছাপা হতো। এর কারণ, বলিউডে তিনি ছিলেন আউটসাইডার! একবার এক ম্যাগাজিনে সহ-অভিনেত্রীর সঙ্গে ‘গোপন সম্পর্ক’ বিষয়ক মিথ্যা খবর প্রকাশ হয়। সদ্য বিয়ে করা শাহরুখ এই খবরকে অত্যন্ত অপমানজনক মনে করেন।
তিনি সরাসরি সেই সাংবাদিককে ফোন করে প্রশ্ন করেন, কেন এমন লেখা হলো। সাংবাদিক হাসতে হাসতে বলেন, “এটা তো মজা।” কিন্তু শাহরুখ রেগে গিয়ে জবাব দেন, “এটা মোটেও মজার নয়।”
পরে তিনি সরাসরি ম্যাগাজিনের অফিসে চলে যান। নিজের ভাষায় শাহরুখ বলেন, “আমি গিয়ে মারধর করি, খুব বাজে ব্যবহার করি। তখন তো আমি দিল্লির ছেলে, এসব কাজ করাটাই স্বাভাবিক মনে হতো।” এমনকি তিনি একটি চাকু হাতে নিয়ে ভয় দেখিয়েছিলেন বলেও জানান।
ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সন্ধ্যার পর আটকানোয় সেদিন তিনি জামিন পাননি এবং রাতটা জেলেই কাটাতে হয়। শাহরুখ জানান, তখন ফোন করার সুযোগ পেয়ে তিনি আইনজীবী বা পরিবারকে না ডেকে, উল্টো সেই সাংবাদিককেই ফোন করে হুমকি দেন।
পরে অভিনেতা নানা পাটেকর এগিয়ে এসে শাহরুখকে জামিনে মুক্ত করান। শাহরুখ মজার ছলে বলেন, “সেদিন বুঝেছিলাম আমি আসলেই হিন্দি ছবির নায়ক হওয়ার মতো।”
তবে এই সময়ে এসে শাহরুখ স্বীকার করেন, তখনকার আচরণ ছিল অপরিণত, এবং সময়ের সঙ্গে তিনি অনেক বদলে গেছেন। এ ছাড়া প্রবীণ সাংবাদিক পূজা সামন্তও স্মরণ করেছেন যে, প্রথমদিকে শাহরুখ গণমাধ্যমের নেতিবাচক সংবাদে ক্ষুব্ধ থাকতেন এবং সম্পাদকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তেন। ইন্ডিয়ান এক্সপ্রেস









