‘জওয়ান’ মুক্তির আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে চলছে ছবির প্রচারণা। ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগের স্থাপনের জন্য শাহরুখ ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই গৌরিকে নিয়ে একটি মন্তব্য করে নেটিজেনদের সমালোচনার শিকার হলেন অভিনেতা।
এক ভক্ত শাহরুখকে ট্যাগ করে বলেন, ‘বউয়ের সঙ্গে জওয়ান দেখতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু বউ সবসময়ে দেরি করে। পাঠান দেখতে যাওয়ার সময়েও দেরি করেছে। কী করা যায়?’ এই প্রশ্নের উত্তরে শাহরুখ লিখেছেন, ‘আমাকে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বলবেন না! পিজ!। আমি আমার নিজের বউকেই সামলাতে পারি না, আর আপনি আপনার বউ সংক্রান্ত সমস্যা আমার উপরে চাপাচ্ছেন। সব স্ত্রীদের বলছি, চাপ না নিয়ে জওয়ান দেখুন।’
শাহরুখের এমন রসিকতা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি অনেক নেটিজেনই। স্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের সমালোচনা করছেন অনেকেই। তবে অধিকাংশ ভক্তই শাহরুখের রসিকতার সাথে তাল মেলাচ্ছেন।
‘আস্ক এসআরকে’ সেশনে জওয়ানের ট্রেলার কবে আসবে সেই প্রশ্ন এড়িয়ে গেছেন অভিনেতা। তবে শিগগির গান মুক্তি পাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
৭ সেপ্টেম্বর শাহরুখের ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। ‘পাঠান’র আকাশছোঁয়া সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে শাহরুখ ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবির প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। পরিচালনা করেছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে, তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।
এছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোনকেও।
সূত্র: কইমই








