রবিবার (২ নভেম্বর) বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিনে বাদশার দেখা পাওয়ার আশায় অধীর অপেক্ষায় ছিলেন তার অনুরাগীরা। কিন্তু সেই আশা ভঙ্গ করলেন শাহরুখ নিজেই। জানালেন নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসবেন না তিনি।
শনিবার (১ নভেম্বর) রাত বারোটা থেকেই শাহরুখকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান দেশ-বিদেশের অনুরাগীরা। কিন্তু রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা হতেই শাহরুখ তার সমাজমাধ্যমে জানান, তিনি বাইরে আসতে পারবেন না।
শাহরুখ লেখেন, “প্রশাসনের পরামর্শ মেনে আমি বাইরে বেরোতে পারব না। যে অসাধারণ মানুষেরা আমার জন্য অপেক্ষা করছেন, তাদের শুভেচ্ছাও জানাতে পারব না। আপনাদের সকলের কাছে আমি গভীর ভাবে ক্ষমাপ্রার্থী। কিন্তু এত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং নিরাপত্তার জন্যই আমাকে এমন পরামর্শ দেওয়া হয়েছে।”
শাহরুখের বিশ্বাস, তার পরিস্থিতি বুঝতে পেরেছেন অনুরাগীরা। তাই তিনি লেখেন, “আমাকে বোঝার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমাকে দেখতে পেলেন না। আমারও আপনাদের দেখতে না পেয়ে খারাপ লাগছে। আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমিও অপেক্ষা করে ছিলাম। ভেবেছিলাম, আপনাদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেব আজ। আপনাদের সত্যিই খুব ভালবাসি।”
বছর দুয়েক আগেও শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে উপচে পড়া ভিড় ছিল। মধ্যরাতে ছাদে উঠে দু’পাশ দুই হাত ছড়িয়ে দিয়ে ‘সিগনেচার পোজ’ দিতেন তিনি। অগণিত ভক্তসমাগম এবং তাদের পাগলামি চাক্ষুষ করতেন। কিন্তু গত বছর থেকেই সেই ধারায় ইতি পড়েছে। গত বছরও নিরাপত্তার জন্য জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। এবারও সেই একই ধারা বজায় থাকল।- ইন্ডিয়ান এক্সপ্রেস









