বলিউডে ২ নভেম্বর মানেই আলাদা এক উৎসব! কারণ এদিন বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৮ তে পা রাখলেন এই সুপারস্টার। আর প্রতিবারের মত এবারও জন্মদিনের প্রথম প্রহরে নিজ বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভারতের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ।
বরাবরই শাহরুখের জন্মদিনটা হইচই করে পালন করেন তার ভক্তরাও। আগের দিন সকাল থেকেই অভিনেতার বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। রাত হতে হতে সেটা পরিণত হয় জনসমুদ্রে। এতই ভিড় হয় যে সব ঠিকঠাক রাখতে পুলিশ মোতায়েন করতে হয়।
বুধবার (১ নভেম্বর) রাত থেকেই ভিড় জমেছিল শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে। সবাই অপেক্ষায় ছিলেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু। রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান।
মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মান্নাতের বারান্দায়। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। ভক্তদের হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।
এদিকে জন্মদিনের রাতে মান্নাতের বাইরে আসা এত অনুরাগীর ভিড় আবেগতাড়িত হয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে শাহরুখ লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন নিছক অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’
শোনা যাচ্ছে, এবারের জন্মদিনে জমকালো একটি জন্মদিনের পার্টি আয়োজন করেছেন শাহরুখ খান। যেখানে হাজির হবে পুরো বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ড্রাস্টির অনেক তারকারাই!
চার দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ১৯৮৯ সালে দিওয়ানা দিয়ে হয়েছিল শুরু। এরপর কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাল হো না হো, স্বদেশ, ওম শান্তি ওম, চাক দে, রইস-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে ২০২৩ সালটা শাহরুখের জন্য অন্য যেকোন বছরের তুলনায়ই ভিন্ন। কেননা এবছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মত দুটি ব্লকবাস্টার হিট সিনেমা মুক্তি পেয়েছে এই তারকার। সেই সাথে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ডাংকি’ সিনেমাটি।
সূত্র: হিন্দুস্থান টাইমস







