আগেই জানা গিয়েছিল সুজয় ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কিং’ এ একসঙ্গে অভিনয় করবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার কন্যা। এবার জানা গেল এই অ্যাকশন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। ফলে এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক।
জানা গেছে, ছবিটির খলনায়কের সন্ধানে অনেকদিন ধরেই ছিলেন সুজয়। অবশেষে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর পরিচালক খলনায়কের সন্ধান পেয়েছেন বলে সূত্রের দাবি। যদিও পরিচালকের তরফ থেকে চূড়ান্ত কোন ঘোষণা এখনো আসেনি।
এর আগে সুজয়ের ‘বব বিশ্বাস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক। এবারেও নাকি জটিল অথচ বুদ্ধি দীপ্ত একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। অতীতে শাহরুখের সঙ্গেও ‘কাভি আলবিদা না কেহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক। কিন্তু এবারই প্রথম বাদশার সঙ্গে তিনি সম্মুখ সমরে নামতে চলেছেন।
ছবিটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সূত্রের দাবি, ছবিতে অভিষেককে নতুন লুকে হাজির করতে চাইছেন তিনি। এই মুহূর্তে ছবির প্রস্তুতি চলছে জোরকদমে। বছরের শেষে এই ছবির শুটিং শুরু হতে পারে। –বলিউড লাইফ









