Advertisements
ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমাল।








