৫১ বছর আগে যে জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ, সরকারি চাকরিতে বিদ্রোহ করে সেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন অনেক সামরিক-অসামরিক বাঙালি অফিসার। তাদেরই একজন সেই সময়ের সেভেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। ২৬শে মার্চেই চট্টগ্রামের কুমিরায় পাকিস্তানি বাহিনীর ওপর প্রথম যে বড় আক্রমণ তার নেতৃত্ব দেন বীর এই যোদ্ধা। বিজয়ের মাস ডিসেম্বরে একাত্তরের তরুণ সামরিক অসামরিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তাঁর কথা।






