ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বহু প্রতীক্ষিত অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, অবিলম্বে অধ্যাদেশ জারি করতে হবে; অন্যথায় আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।
আন্দোলনকারীরা বলেন, আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছু হটা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে ধ্বংস করা। এই ২৪-২৫ এ শুরু হওয়া আন্দোলন শুধু দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই।
তারা আরও জানান, রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে তারা অধ্যাদেশের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারি করে রাষ্ট্র তাদের যেন পড়ার টেবিলে ফেরার সুযোগ করে দেয়।









